জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন
স্বদেশে প্রত্যাবর্তন
-জি. আর. হায়দার
নীরব প্রহর গুনে গুনে
কেটেছে কত দিন,
প্রবাসী বুকের গভীরে
জমে ছিল অগ্নিঋণ।
জুতো খুলে খালি পায়ে
মাটি ছুঁই মুগ্ধ মন,
অনুভূতির বহিঃপ্রকাশে
আলোকিত ভুবন।
দীর্ঘ দিনের আবেগ বুকে
থমকে দাঁড়ায় সময়,
লাখো মানুষের ভালোবাসায়
হয় কুশল বিনিময়।
প্রবাসী দিন পেরিয়ে আজ
ফিরে আপন ঘরে,
স্বদেশ ডাকে নাম ধরে
অশ্রু নয়নে ভরে।
ঝড়ঝাপটা পেরিয়ে আজ
ধৈর্যের দীপ্ত আলো,
ত্যাগের পথে লেখা ছিল
আশার প্রদীপ জ্বালো।
মাটির গন্ধে জেগে ওঠে
শেকড়-ছোঁয়া ঘর,
জনতার ভালোবাসা বুকে
দেয় সাহস নিরন্তর।
এই ফিরে আসার ক্ষণটুকু
ইতিহাসে রবে রয়,
বিশ্বাস নিয়ে পথচলা আজ
আগামীর প্রত্যয়।
হে প্রভু, এই পথচলায়
রাখো তোমার হাত,
ন্যায়–সত্যের দীপ জ্বালুক
স্বদেশের প্রতিটি রাত।

