পারভেজ আক্তার এর কবিতা- একটা চুমু হবে ?

একটা চুমু হবে ?
-পারভেজ আক্তার

একটা চুমু হবে ?
ফ্রি নয় , ধার চাইছি ৷
ফেরত দেবো
সুদে আসলে
কাল অথবা পরশু ৷

একটা চুমু হবে ?
সকালে নয় বিকেলেও নয় ,
ঘুটঘুটে অন্ধকারে কিংবা
আবছা আলো আঁধারে ৷
সত্যি বলছি , ফ্রি নয় ,
ফেরত দেবো সুদে আসলে ৷

একটা চুমু হবে ?
বাটখারার মাপে নয়
অর্থের অংকে নয় ,
হালি দরে গুনেও নয় ,
ভালোবাসার বিনিময়ে৷
সত্যি বলছি ফেরত দিবো
কাল অথবা পরশু
সুদসহ আসলে ৷

একটা চুমু হবে ?
বৃষ্টি ভেজা আষাঢ়ে ,
পূর্ণিমার ঔরসে ,
উদাস কোনো দুপুরে ?
সত্যি বলছি ফেরত দিব
কাল অথবা পরশু
সুদসহ আসলে ৷

একটা চুমু হবে ?
পান জর্দার রসে নয়
সিগারেটের ধোঁয়ায় নয়
ভিন্ন পানির গন্ধে নয় ,
শুধুই উত্তপ্ত ঠোঁটের ৷
সত্যি বলছি ফেরত দিব
কাল অথবা পরশু
সুদসহ আসলে ৷

একটা চুমু হবে ?
বেঁচে থাকার আশায় নয়
ভালোবাসার নেশায় নয়
মরণ ভুলার ভয়েও নয়৷
সত্যি বলছি
ফেরত দিব
কাল অথবা পরশু
সুহসহ আসলে ৷

একটা চুমু হবে ?
চোখ দুটো খোলা থাকতে
দুঃচিন্তা দূর করতে আর
হৃদয়টা সতেজ রাখতে৷
সত্যি বলছি
ফেরত দিব
আজ অথবা পরশু
সুদসহ আসলে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!