পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি’ জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’’ এই পতিপাদ্য নিয়ে পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

পাবনা জেলা প্রশাসন আয়োজনে এ দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০ জেলা প্রশাসক কার্যালয় থেকে টায় র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ত্রাণ, দুর্যোগও পুর্নবাসন কর্মকর্তা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন, জেলা প্রশাসক কবীর মাহমুদ,বিশেষ অতিথির বক্তব্যদেন ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ নেওয়াজ। এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, এনজিও সিসিডিবি’র প্রতিনিধি আলমাছুর রহমান, ডাঃ নাঈমা ইসলাম, আসিয়াব প্রতিনিধি আব্দুস সালাম, রেড ক্রিসেন্ট প্রতিনিধি দেলোয়ার হোসেন। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!