প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত ৩ রা নভেম্বর “কিশোরগঞ্জে রাস্তা প্রশস্ত করতে এলাকাবাসীর অন্যরকম উদ্যোগ” নামে প্রকাশিত একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।এই প্রতিবেদনের কিছু অংশ ভিত্তিহীন,উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতারণামূলক  বলে প্রতিবাদ করেছে আলোরমেলা তরুণ সমাজ।

প্রতিবাদে তারা বলেন,সরু রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছিলেন এলাকাবাসী।এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সম্পূর্ণ নিজ উদ্যোগে এবং নিজেদের খরচে রাস্তাটি প্রশস্ত করতে উদ্যোগ নেন।কিন্তু এখানে স্থানীয় বাসিন্দা,সাবেক কাউন্সিলর হাজী জালাল উদ্দীন সাহেব রাস্তা প্রশস্তকরণ কাজের সমন্বয়কের দায়িত্ব পালনের যে বিষয়টি বলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেননা,এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নিজেরাই এসকল কার্যাবলি দেখভাল করছেন।এই কাজে কোন সমন্বয়ক নেই।এছাড়া আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে, উক্ত প্রতিবেদনে হাজী জালাল উদ্দীন সাহেবকে স্থানীয় বাসিন্দা হিসেবে উল্লেখ করা হলেও,তিনি আলোরমেলার স্থানীয় বাসিন্দা নয় বলে নিশ্চিত করেছেন এলাকার প্রবীণ ব্যক্তিরা।
আলোরমেলা তরুণ সমাজের পক্ষ থেকে আরো বলা হয়, “আসন্ন পৌরসভা নির্বাচন কে সামনে রেখে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রত্যাশী হাজী জালাল উদ্দীন নিজের ব্যক্তিগত প্রচারণার স্বার্থে এলাকার কিছু দালালের সহযোগিতায় প্রতারণা মূলক এই ভিত্তিহীন, ফরমায়েশী প্রতিবেদনটি করিয়েছেন।যার কারণে  এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।আমরা এই প্রতারণা মূলক কাজের তীব্র নিন্দা জানাই।পাশাপাশি আমাদের এই আলোরমেলা এলাকায় জালাল উদ্দীন কে অবাঞ্চিত ঘোষণা করলাম।”
নিউজ লিংকঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!