মনোয়ার মোহাম্মদ এর কবিতা- আমার অভিমান

আমার অভিমান
-মনোয়ার মোহাম্মদ

স্বাধীনতা তুমি
ক্ষমা করো মোরে
তোমাকে সন্মান
দেইনি বলে,
লুটেরা সেজে-বেহায়ার বেশে
রাজস্ব ভান্ডার
করছি লুট,
কারই বা কি এসে যায়
আমরা যে সবাই পেটুক।
রক্ষক হয়ে-ভক্ষক হয়েছি
আমার শুধু চাই,চাই,
নিজের হাঁড়ি ভরুক ভাতে
অন্যের পাতে পড়ুক ছাঁই,
এদিক ওদিক ছুটাছুটি
আমার শুধু খাই খাই।
কার চেতনা,
কার মতবাদ,
কার জয়গান,
করছি লালন..?
এ যে মিথ্যাচারের নস্টাল কর্ম
করছি মোরা পালন।
পাপগত দিনক্ষয়ে
জীবন দিয়েছি ভরে,
মুক্ত বিহংঙ গেল উড়ে
বাংলা ছেড়ে বহু দূরে।
স্বাধীনতা তুমি
ক্ষমা করো মোরে,
তোমাকে সন্মান
দেইনি বলে !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!