গোপালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে আউশ প্রণোদনার উদ্বোধন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে খরিপ ১/২০১৯-২০ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালপুর উপজেলার আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে আউশ প্রণোধনার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি হাসান আল মামুন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।।
এ সময় ধোপাকান্দি ইউনিয়নে ১৫০, আলমনগর ১০, মির্জাপুর ৩০, ঝাওয়াইল ১০, হাদিরা ৩০, নগদাশিমলা ৩০, হেমনগর ১০ ও পৌরসভার ৩০ জনসহ মোট ৩০০ জনের প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!