মনোয়ারা কুমু এর কবিতা- জীবন সংগ্রাম

জীবন সংগ্রাম

মনোয়ারা কুমু

রঙহীন জীবনের কত রঙ;
সাদা কালো নীল বেগুনি ছাই ধূসর,
আরও কত কত রঙ
বাহারী রঙ বিস্তর ।
এইটুকু পথে বহু রঙ দেখেছি;
সোনালী গেরুয়া বাদামী,
স্বপ্ন রঙের সাথে কষ্ট রঙের মিলন খেলায়
ভাঙ্গনের রূপ দেখেছি আমি,
দেখেছি বিশ্বাস রঙে ঘাতকের হাতছানি ।
দেখেছি সোনালী সারথির বুকে
ধূসর রঙের পায়চারী ।
ফিকে হয়ে যাওয়া জীবনের রঙে
আমি পথ খুঁজেছি
পথহীন পথিকের মতো ।
আমি পূর্ণ শশীর ধবল জোছনায় আঁধার নামতে দেখেছি,
অমানিশার হাত ধরে ক্রোশ ক্রোশ পথ হেঁটেছি ।
প্রাণবন্ত তারুণ্যের বিমর্ষতায়
আমি দেখেছি নির্বাক পৃথিবী,
দেখেছি এক চিলতে আলোক রশ্মির পথ ধরে ছুটে চলা যৌবনের সমাপ্তি ।
আমি থেমে যাওয়া দেখেছি
জোয়ারে ভাটা দেখেছি
ফুলের ঝরে পড়া দেখেছি
দেখেছি ডানা ভাঙ্গা বিহঙ্গের উড়ে চলা ।
আমি তাই রঙহীন পৃথিবীর বুকে
লিখেছি এক নতুন রঙের নাম,
সংগ্রাম-জীবন সংগ্রাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!