টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান॥ ২ ব্যবসায়ীকে জরিমানা॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ২২ মে মঙ্গলবার সকালে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাংসের গুণগত মান ঠিক না থাকায়, দোকানের ট্রেড লাইসেন্স’সহ নানা সমস্যার কারণে পশু জবাই ও মাংস মাননিয়ন্ত্রণ আইনে বাজারের দুইটি মাংস দোকানের মালিককে ৫হাজার করে মোট ১০হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত সাদমীন। তিনি বলেন আমরা সারা বছরই মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। পবিত্র রমযান মাসে ভোগ্য পন্যেও গুণগত মান ঠিক রাখতে আমাদেও কার্যক্রম অব্যাহত রয়েছে। মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের সকলের। বিশেষ করে রমজানে সাধারণ জনগণ যাতে নিরাপদ খাদ্য পায় সে জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!