অয়ন সাঈদ এর কবিতা-বেদনার স্তুতি

বেদনার স্তুতি
————– অয়ন সাঈদ

কুয়াশা ঘন বুক দিয়ে উঠে আসে লোহিত কাশি
বিষাক্ত লালা কুরে কুরে খায় বয়সের সবুজ প্রাণ;
শরীর শুয়ে পড়ি নিজ ছায়ার উপরে
দুটি হাত নির্জীব-  পা দুটি ক্লেদপুষ্ট
বরযাত্রা এই অমাবস্যাতেই বুঝি!
মৃত্যু- বিবস্ত্রা প্রণয়িনী আমার, তোমার ঠোঁটে
এ প্রাণঘাতি লালায় জন্মাবে অনন্ত বসন্ত।

স্তন থেকে খসে পড়া নক্ষত্র পথে- নেমে গেছে
মাতাল নদী রেখা,
এসো কমলা ও আঙ্গুরের বন ঠেলে নিড়িবিলি বসি
কৌতূহলে খেয়ে নিব নিষিদ্ধ ফল;
হয়তো পদ্মার গহীন ছায়ায় ইলিশের চারির শব্দে
ঘুম ভেঙে, জোনাকীর দলে বাঁশ ঝারের পাতার বেহালা-
তরঙ্গে উড়ে উড়ে, একই অমাবস্যায় জেগে উঠবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!