জি-গ্যাস ও এডিএ’র যৌথ উদ্যোগে মাইক্রো ওয়েব সিরিজ মিডলক্লাস দিনরাত্রি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মধ্যবিত্ত বা মিডলক্লাস, আমাদের সমাজের সবচেয়ে আলোচিত একটি অংশ। তাদের জীবনের গতিপ্রবাহে আছে নানানরকম গল্প। কখনো সেই গল্প আকাশটা’কে ছুঁতে চাওয়া স্বপ্নের, আবার কখনো তীব্র সংগ্রামের, হাসিমুখে সব কিছু মেনে নিয়ে করে যাওয়া কষ্টের। মধ্যবিত্তের জীবনটা যেন প্রতিনিয়তই ঘুরতে থাকে একটি বৃত্তের মধ্যে, যেই বৃত্তের প্রতিটি কোনায় পাওয়া যায় সব ধরনের আবেগের উপস্থিতি। হাসি-কান্না, আনন্দ-বেদনা, মান-অভিমান, খুনসুটি আর সংগ্রাম। জীবনের সব রঙের দেখা পাওয়া যায় মধ্যবিত্তের ছিমছাম ভাবানো সাজানো ঘরটা’তে, তাদের প্রতিদিনের পথচলায়।

মধ্যবিত্তের জীবনের গল্পটি’কে নতুন রূপে দর্শক’দের সামনে তুলে ধরতে জি-গ্যাস এর প্রযোজনায় বিজ্ঞাপনী সংস্থা এডিএ বাংলাদেশ নিয়ে আসছে ৩ পর্বের মাইক্রো ওয়েব সিরিজ “মিডলক্লাস দিনরাত্রি”। মধ্যবিত্ত জীবনের সাথে জড়িয়ে থাকা সব ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি মাইক্রো ওয়েব সিরিজে দেখা যাবে কীভাবে স্বামী হারানোর পরে একজন সংগ্রামী মা তার পুরো পরিবারটিকে আগলে রাখেন নিজের সর্বস্ব দিয়ে। কীভাবে মধ্যবিত্ত একটি পরিবার অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে, পারিবারিক ভালোবাসার বন্ধনে এগিয়ে যায় সামনের দিকে, স্বপ্ন দেখে একটি সুন্দর ভবিষ্যতের।

গল্পের মধ্যবিত্ত সংসারের কর্ত্রী ভূমিকায় অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেত্রী রোজী সিদ্দিকী। তিন ছেলে সৃজন, শয়ন ও সাগরের ভূমিকায় আছে অ্যালেন শুভ্র, প্রত্যয় হিরন ও জায়ান, দাদীর চরিত্রে আছেন বর্ষীয়ান অভিনেত্রী গীতাশ্রী চৌধুরী। আর গল্পের বাইরে চমক হিসেবে থাকছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

মধ্যবিত্তের জীবনের প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোকে নতুন চোখে দেখার এই গল্পটি রচনা করেছেন এডিএ বাংলাদেশ-এর ক্রিয়েটিভ ডিরেক্টর কিঙ্কর আহসান। চিত্রনাট্য তৈরিতে ছিলেন এডিএ বাংলাদেশ-এর ক্রিয়েটিভ ম্যানেজার রিয়াজুল ইসলাম উশান। পরিচালনায় আছেন দেশের তরুণ নির্মাতা শেখ নাজমুল হুদা ইমন। মধ্যবিত্তের জীবনের নতুন এই গল্প’কে পর্দায় রূপান্তরের কাজটি করেছেন করছেন সিনেমাটোগ্রাফার মাসুম আহমেদ সুমন। সংগীত পরিচালনা করেছেন মাহমুদুল হাসান রোমান্স ও সুরকার হিসেবে রয়েছেন দেবায়ন ব্যানার্জী। ক্রিয়েটিভ সুপারভিশনে কাজ করেছে এডিএ বাংলাদেশ-এর ক্রিয়েটিভ টিম।

মিডলক্লাস দিনরাত্রি’র অফিশিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে আছে দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।

মিডলক্লাস দিনরাত্রি দেখা যাবে জি-গ্যাস ও দ্য ডেইলি স্টারসহ দেশের শীর্ষস্থানীয় কিছু দৈনিকের ফেসবুক পেইজ-এ। আগামী ৮ মে থেকে শুরু করে তিন দিন প্রচারিত হবে এই মাইক্রো ওয়েব সিরিজের তিন পর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!