সেলিনা জাহান প্রিয়ার কবিতা- রাত্রির খেলা মাত্র

রাত্রির খেলা মাত্র

—————– সেলিনা জাহান প্রিয়া

যে রাত্রি চলে গেছে তা দিনের জন্য

যে দিন চলে গেছে তা রাত্রির জন্য

যে জন্ম নিয়েছে আগামীর দিনের জন্য

আর যার মৃত্য হয়েছে নতুনদের জন্য

জন্ম মৃত্য দিন রাত্রির মতো একটি খেলা ।

আজ তুমি যেমন করে চিন্তা কর আগামীর জন্য

সন্তানের জায়া জননীর ভবিষ্যৎ বেঁচে থাকা নিয়ে

যারা চলে গেছে সবাই করেছে এমন চিন্তা

সন্তানের সন্তানের জায়া জননীর ভবিষ্যৎ চিন্তা !

এটাই হয়ত দিন রাতের মতো অজানা খেলা

আগাত ভবিষ্যৎ কেউ দেখে না ,

শুধু স্বপ্ন বুনে যায় সুখে থাকার ইচ্ছায় আমরণ ।

যে রাত চলে গেছে তা কি তোমার ছিল

যে দিন আসছে তা তোমার জন্য কিছু

আসলেই দিন রাতের পালা বদল দেখ তুমি

আমি দেখি জন্মের পড় কি করে মৃত্য কাছে আসে

দিন আর রাতের খেলায় সময় যায় নতুন দিগন্তে

কেউ জন্ম নেয় , কেউ যুবক হয় কেউ বৃদ্ধা

এসবেই দিন রাতের খেলাতে পথ ভুলার দল মাত্র ।

তুমি যা দেখ সবেই মায়া মাত্র চোখের পর্দায়

তুমি যা অন্তর দিয়ে অনুভব কর তাও মায়া

এই দিন এই রাত সবেই মায়ার খেলা মাত্র ।

না তুমি জন্ম নিয়েছ তা জানতে !

না তোমার মৃত্য কবে তা জানবে

দিন রাত্রির খেলা মাত্র !

বেঁচে থাকার কত ইচ্ছা মাত্র

তবু জীবন মৃত্য হয় দিবা রাত্রির নিয়মে

আমি অবাক হই না যে বেঁচে আছি

আমি ভয়ও পাই না যে আমার মৃত্য আছে

আমি ভাবি এটাই দিন রাত্রির মায়ার খেলা মাত্র ।

যে রাত্রি চলে গেছে হিসাব কর কত পেলে

যে দিন এলো আলো নিয়ে হিসাব কর কত পেলে

আমি হিসাব করে দেখে যে শূন্য সেই শূন্যেই আছি

তবে কেন মিছে মিছে আমার আমার করে মরি ।

এখানে কেউ কারো না সবেই দিনরাত্রির মায়া

কেউ আসে কেউ যায় দিন রাত্রির খেলা মাত্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!