মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা-শিকাগো শহর

শিকাগো শহর
-মোল্লা মোঃ জমির উদ্দিন

ঘুম থেকে উঠে বেগম সাহেব
রান্নাঘরে চিৎকার চেচিয়ে কয়
বুয়া এখনও আসে নাই
কাপড় চোপড় ময়লা বাসন
কে করবে পরিস্কার, সাহেব
বুয়ার খোঁজে হলেন পেরেশান।

সাহেব যখন বাইরে যাবেন
ধোলাই করা কাপড় পড়ে
বসলেন, নাস্তার টেবিলে হঠাৎ
আজি চিন্তা হলো কাঠমিস্ত্রীর
কথা, জীবনের সাথে মিশে
আছে কাঠের শ্রমিক বেটা।

প্লেটে হাত রেখেই বলেন
সবই শ্রমিকের অবদান
ভাত ধরেই ভাবেন ,টেবিল
নাগাদ আসতে তোমার
কত কৃষক শ্রমিকের কেটেছে
নির্ঘুম দিন রাত।

জানিনা ক্ষতিপুরণ পেয়েছে
কিনা,জাতি জানতে চায়
সারের দাবিতে জামাল
পুরে কৃষক শ্রমিক ১৯
জনকে হত্যা করা হয়।

কৃষি যখন আদি পেশা
তোমার বাপ-দাদার, সেই
কৃষককে হত্যা করা, হত্যা
হয়েছে তোমারই বাপ-দাদায়।

অট্রালিকায় আয়েস করে থাকো
চক চকে গাড়িতে, বেড়াও
গুড়ে ফিরে, সড়ক সেতু
ফ্লাইওভার মাড়ালে কত শত
শ্রমিকের শ্রম ঘাম মিশে
আছে জিজ্ঞাসো নিজেরে
বাদ যাবেনা যে বেচারা
নিয়মিত জুতা পালিশ করে।

দিন শেষে হিসাব কষে দেখ
এ জীবন তুচ্ছ তোমার
নিয়েছ যত দু’হাত ভরে
সমাজকে দিয়েছ কত,
কত সাহেব চলে যায়
তাদের কথা মানুষ বলে
না অতশত।

তাজমহল গড়েছে শাহজাহান
বিশ্ব ঐতিজ্য দুনিয়ার মানুষ
বলে তার নাম,কেও জানেনা
এই মহলে পিস্ট হয়েছে কত
শ্রমিকের প্রাণ।

গড়েছে লাখ শহর সভ্যতারে
তাদের জীবনের বিনিময়ে
টিকে আছে শিকাগো শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!