সামান্তা’র কবিতা- শুন্যতা
শুন্যতা
-সামান্তা
এই যে তুমি বলো,
এই যে তোমরা বলো,
ভালোবাসি….!
আসলে ভালোবাসা কি?
আবেগ?
ইচ্ছে?
চাওয়া?
যা হাতের মুঠোয় পেলেই
উদাস লাগে…।
না পেলেই অস্থির….।
এই যে বলো ভালোবাসি…!
তবে কি করে তা নাই হয়ে যায়?
ভালোবাসা কি তাই?
যে ভালোবাসে
সে হৃদয়ে ছবি আঁকে
তা কি করে মুছে দেওয়া যায়?
কি করেই বা বদলে দেওয়া যায়?
সে তো অমলিন
সে যে অবিনশ্বর
প্রথমে ভালোবাসতে শিখো
তারপর বলতে এসো
ভালোবাসি তোমায়…!
যে ভালোবাসে
সে সরে যায় না
হারিয়ে যায় না
বদলে যায় না
হয় না অন্য কারো আর….।