মোহাম্মদ সজল এর কবিতা-সভ্যতা

 

সভ্যতা
——– মোহাম্মদ সজল
আমি ছিলাম নিমঘুমে। একবিংশ
শতাব্দীর বলয়ধ্বনি আমার কানে
ভেসে আসে; প্রকৃত প্রেম থাকে
বুকের বা-পাশে, বাকি যেটাকে
মানুষ প্রেম বলে সম্মোধন করে,
সেটা থাকে দু-পায়ের
মাঝামাঝি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!