উত্তরাঞ্চলের বগুড়া জেলার কাহালু উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোসা: কাশফুন্নাহার কাহালু মডেল হাইস্কুল মাঠে সোলার সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করেন।

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি | কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

উত্তরাঞ্চলের বগুড়া জেলার কাহালু উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আওতাধীন নিম্নপানিস্তর এলাকায় কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ প্রকল্প(সোলার সাবমার্সিবল পাম্প) সমূহ বেঙ্গল রিনিউএ্যাবল এনার্জি লিমিটেড বাস্তবায়িত করতে চলেছে।এরই ধারাবাহিকতায় আজ (০৫-০১-২০২১ ইং)মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় কাহালু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোসা: কাশফুন্নাহার কাহালু মডেল হাইস্কুল মাঠে সোলার সাবমার্সিবল পাম্প উদ্বোধন করেন।

এ সময় কাহালু মডেল হাইস্কুল এর প্রধান শিক্ষক ফকির মোঃ আব্দুস সালাম, সহকারী শিক্ষক মোঃ ফেরদৌস আলম, দাপ্তরিক মোঃ বাদল উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলীর কার্যালয় বগুড়া জেলার ঠিকাদার মোঃ রেজাউল করিম জানান ,২০২০-২০২১ অর্থ বছরে কাহালু মডেল হাইস্কুল, সারিয়াকান্দি পাইলট গার্লস হাইস্কুল এবং জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল হাইস্কুল ধুনট উপজেলা মোট তিনটি উপজেলায় বেঙ্গল রিনিউএ্যাবল এনার্জি লিমিটেড কাজ পেয়েছে। ৩৩০ ওয়াটপিক একেকটা সোলার প্যানেল অর্থাৎ মোট ৬৬০ ওয়াটপিক সোলার প্যানেল এর সাহায্যে ১.২৫ঘোড়া(1.25 Horsepower) ২০০০লিটার বিশিষ্ট ক্ষমতা সম্পন্ন সোলার সাবমার্সিবল সেচ পাম্প প্রথমবারের মত স্থাপন করা হবে।

যদিও গত অর্থবছরে অর্থাৎ ২০১৯-২০২০ অর্থবছরে ২ঘোড়া (2 Horsepower) ৩০০০লিটার ক্ষমতাসম্পন্ন সোলার সাবমার্সিবল সেচ পাম্প বেঙ্গল রিনিউএ্যাবল এনার্জি লিমিটেড প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ জনাব মোঃ আরিফুজ্জামান, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা শাখায় উদ্বোধন করেছিলেন। প্রধান কার্যালয়ের মোঃ আরিফুজ্জামান বলেন, সোলার সাবমার্সিবল সেচ পাম্প চালাতে সৌরশক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ ও তেলের খরচ বেঁচে যাবে। সোলার
সেচ পাম্প আর্থিক দিক দিয়ে যেমন সাশ্রয়ী, তেমনি পরিবেশবান্ধব। তিনি আরও জানান,নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ৭টি, রাজশাহী জেলার পব উজেলায় ৬টি, গোদাগাড়ী উপজেলার ৭টি, তানোর উপজেলায় ৭টি অর্থাৎ নওগাঁ এবং রাজশাহী জেলায় মোট ২৭টি সোলার সাবমার্সিবল সেচপাম্প ২০১৯-২০২০ অর্থবছরে বেঙ্গল রিনিউএ্যাবল এনার্জি লিমিটেড বাস্তবায়ন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!