নওগাঁর নিয়ামতপুরে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করেন মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থাপনায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এই অক্সিজেন প্লান্টের মাধ্যমে একই সঙ্গে ৫৪ জনকে সেবা প্রদান করা যাবে।

উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় দুখি মানুষের জন্য কাজ করে গেছেন। উনারই আদর্শে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই কাজগুলো করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আমার মস্তিষ্কে এসেছে যে, করোনা রোগীদের জন্য অক্সিজেন প্লান্ট প্রয়োজন।

তিনি বলেন, মাঝে একটু থেমে গিয়েছিলাম যেহেতু করোনা কমে গিয়েছে তাই। এটাকে শুরু করলাম, না জানি কোনো কাজে আসবে না। আবার মনে করলাম, শুধু করোনা রোগী নয়, অন্য রোগীদেরও তো এই অক্সিজেন প্লান্ট কাজে আসবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণা থেকেই মানুষ মানুষের জন্য এই কথাটি মাথায় রেখেই আমার এই উদ্যোগ।

নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন নওগাঁ পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, নওগাঁ সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আব্দুল বারী, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে ৩৬টি সিলিন্ডারে ১৮টি পয়েন্টে একই সাথে ৫৪ জনকে সেবা প্রদান করা যাবে। খাদ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা পোরশা এবং সাপাহারেও সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!