সেলিনা জাহান প্রিয়ার কবিতা-অন্ধ কবির বনলতা

অন্ধ কবির বনলতা
সেলিনা জাহান প্রিয়া

জীবন উপন্যাস এলোমেলো হয়ে যাচ্ছে সব…

আমার পাশে একটা কবিতা জন্ম থেকে অন্ধ

কবিতার ভেতর প্রচণ্ড এক অস্থিরতা,

রাতজাগা তাঁরাদের মতন অসুখ করেছে তাঁর

কবিতার কাছে এখন দিন রাত সব সমান আধার

কবিতার কণ্ঠে জীবনানন্দের বনলতা সেনের প্রেম

কষ্টের সর্বজনিন কবিতা হয়ে উঠে কবিতার বনলতা সেন ।।

অন্ধ কবির ভেতর কবিতা শোনার এক আকুল তৃষ্ণা

সপর্শহীন ভালোবাসার মতো অন্ধ কবি ভালবাসে কবিতা

কবিতার সম্পর্ক আর কেউ জানুক না জানুক

তুমি তো একদিন জানবে যে তুমিই আমার কবিতা!

অন্ধ কবি স্পষ্ট দেখতে পায় মানের ঘটনা প্রবাহ

দিনাতিপাত একটা মিথ্যের মঞ্চ

কবি অন্ধ কিন্তু ভীষণ অস্থির বোধ করে

সন্ধ্যার নীলে ছায়াঘেরা হৃদয় ছেয়ে যায়

কবি তাঁর মনের ঘরে দেখতে পায় বনলতা কে

শিরশির পায়ে বনলতা আসে চুপি চুপি কবিতা হয়ে

বাতাসে ঝিরিঝিরি বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিয়ে কবির প্রেম কে

যায় সন্ধ্যার মুখ অন্ধ কবি দেখে মনের দর্পণে

চোখের কাজল লেপটে বনলতার রাত নামে কবির জন্য !!

বনলতা সেন মোমবাতির রহস্য ছায়ার দেয়ালে তাকিয়ে থাকে একমনে

অন্ধ কবি কি ভাবে কি ভেবে ভেবে যায় ?

ঝরো হাওয়ায় সন্ধ্যার বুকে যেনো তোলপাড় ওঠে

এখানে কি কেউ আছে যে অন্ধ কবির কবিতা শুনবে আজ রাতে

শান্ত নদীর শীতল জলের মত বনলতা এলোমেলো চুল খুলে তাকায়

কবির হৃদয় তীরে সন্ধ্যা তলিয়ে যায় রাত আঁধার জলে নামে প্রেম ।

অন্ধ কবি বলে……

বনলতা তোমার মনে পড়ে কি আমার শেষের চিঠিটা

আজকের এই দিনে দশ বছর আগের সেই বৃষ্টির কথা

সেই সন্ধ্যা রাত তুমি আর আমি এবং এক সাথে

কবিতার কণ্ঠে জীবনানন্দের বনলতা সেন

এই দিনে তোমার সাথে আমার প্রথম দেখা

তুমি এসেছিলে অন্যরকম আমার কবিতা শুনে ।

এই যে আজ তুমি ঘুরে ঘুরে সামনে এসে দাঁড়াও

বনলতা নক্ষত্রের এই আনাগোনা কেবল তোমার জন্য

অন্ধ কবি বলে বনলতা…………

আচ্ছা তোমার সাথে কি আমার আর কোনদিন দেখা হবে ?

আচ্ছা হারিয়ে যাওয়াটা কি আলোর মত অন্ধ হওয়া ?

এই যে আমি এই সময়ে দাঁড়িয়ে আছি বনলতা তোমার সামনে

এ আমি অন্য কেউ আজ তুমি ভেবে নাও

এখানে কেউ নেই যে কবিতা শোনবে আজ রাতে?

তোমার লাল নীল চুড়িগুলো আগের মতই আছে

শুধু বদলে গিয়েছে কবিতার কবি

কবি বদলে যেতে যেতে অনিবার্য ভাবে তোমার কাছেই ফিরে আসে

তুমি কি পারো এই অন্ধ কবির একটি কবিতা শোনাতে

কবিতার কাছে কিছু অস্পষ্ট জীবনরেখার আঁকিবুঁকি

মেঘ থেকে থেকে বিদ্যুৎ চমকে ওঠে দূর আকাশে

কবিতা শোনার এক আশ্চর্য আকুলতা বেড়ে চলে

কেউ আছে যে কবিতা শোনবে আজ রাতে…শেষ কবিতা

বনলতা আমার পাশে বসে একটা কবিতা শোনবে ?

বনলতা কবিতা শোনবে আজ রাতে…!

জীবন উপন্যাস এলোমেলো হয়ে যাচ্ছে সব…

আমার পাশে একটা কবিতা জন্ম থেকে অন্ধ

আর কিছুক্ষণের ভেতরই এলোমেলো হয়ে যেতে যাচ্ছে সব..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!