তানিয়া তাসমিনা এর কবিতা-অন্য জীবন

অন্য জীবন

তানিয়া তাসমিনা

জীবনের মানে খুজতে যেয়ে বার বার হোচট খাই….
অদ্ভুতভাবে হেরে যাই,
জীবন চলে জীবনের নিয়মে৷
সত্যিই কি তাই?
জীবনের কি সত্যিই কি কোন নিয়ম আছে?

ক্ষনস্থায়ী এ জীবন..
তারপরও কতো আকাংখা,
পাওয়া না পাওয়ার গল্প,
নির্ঘুম রাত৷
হয়তো মৃত্যুর পরের জীবনের দৃশ্যপট রহস্যময়,
কিংবা ক্ষনস্থায়ী জীবন বলে
সব চাওয়াগুলোকে পাওয়ার আকাংখা৷
অর্থহীন জীবন চিত্রনাট্য এ অভিনয় করতে করতে বিতৃষ্ণার জন্ম,
নির্লিপ্ততা গ্রাস করে নেয় মস্তিষ্ক, স্নায়ূতন্ত্র ৷
ঘড়ির কাঁটার সাথে চলে হ্নদপিন্ড,
মস্তিষ্ক একটা ছক তৈরী করে দিয়েছে,
এ যেন চাবি দেয়া পুতুল,
নিয়ম করে প্রাত্যহিক কাজ করতে হবে,
নিয়ম করে হাসতে হবে তবে কাদতে হবে নিভৃতে,
ভালোবাসাটাও নিয়মের বেড়াজালে আটকে গেছে৷

ক্লান্ত ঝাপসা চোখগুলো খুঁজে বেড়ায়
মেঘের আড়ালে একখন্ড জোস্না,
নির্লিপ্ত তাকিয়ে থাকা,
পরজন্মের আশ্বাসে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!