নওগাঁ সদর উপজেলার ইনায়েতপুর দাখিল মাদ্রাসায় ১০০০ ওয়াট অন গ্রিড সোলার প্যানেল স্থাপন

নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল সোমবার ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলার ইনায়েতপুর দাখিল মাদ্রাসায় (নব নির্মিত ৪র্থ তলা ভবন) ১০০০ ওয়াট অন গ্রিড সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ এর উপর চাপ কমাতে এ সোলার প্যানেল স্থাপন করা হয়। সোলার প্যানেল স্থাপন করেছিলেন মোঃ গোলাম রব্বানী সোলার টেকনিশিয়ান। সহযোগিতায় ছিলেন ভূপাল চন্দ্র রায় বিএম নিয়ামতপুর, নওগাঁ,এবং নওগাঁর ইলেকট্রিশিয়ান মোঃ রশিদুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল রিনিউএ্যবল এনার্জি লিমিটেড কোম্পানির নিয়ামতপুর উপজেলার শাখা ব্যবস্থাপক ভূপাল চন্দ্র রায়।
আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলার ঠিকাদার নয়ন ভাইয়ের কনস্ট্রাকশন ম্যানেজার মোঃ অলিফ আহমেদ, ইনায়েতপুর দাখিল মাদ্রাসার সুপার এবং মাদ্রাসার পিয়ন সাইফুল ইসলাম প্রমুখ। শাখা ব্যবস্থাপক ভূপাল চন্দ্র রায় জানান, অন গ্রিড সোলার সিস্টেম এমন একটি সিস্টেম যা গ্রিডের সাথে সংযুক্ত থেকে সোলার প্যানেল বিদ্যুৎ উৎপন্ন করে ইনভার্টারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেয়।এটি কোন ব্যাক আপ দেয় না, কিন্তু বিদ্যুৎ এর উপর চাপ কমায়, এতে কোন ব্যাটারির প্রয়োজন হয় না। কনস্ট্রাকশন ম্যানেজার অলিফ আহমেদ জানান,অন গ্রিড সোলার সিস্টেম প্রধানত দুটি কারনে ব্যবহার করা হয়:প্রথমত গ্রাহকের ইলেক্ট্রিসিটি বিল কম আসে। দ্বিতীয়ত সরকার ইলেকট্রিসিটির উপর চাপ কমাতে নতুন বিদ্যুৎ সংযোগে লোডের উপর অন গ্রিড সোলার সিস্টেম লাগানোর জন্য নিয়ম ধায্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!