অলিম্পিকে সোনার পদক জিতলেন রাজশাহীর মেয়ে

খেলাধুলা ডেস্কঃ রিও গেমসে রিদমিক জিমন্যাস্টিক্সের একক অল-অ্যারাউন্ড ইভেন্টের সোনার পদক জিতেছেন রাজশাহী পুঠিয়ার আব্দুল্লাহ আল মামুনের মেয়ে রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন।

তাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে লেখেন, মার্গারিটা মামুন রিদমিক জিমন্যাস্টিকসে প্রথম হয়ে স্বর্ণ জিতেছে! তত্ত্বাবধায়ক সরকারের সময় তার পিতা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে যোগাযোগ করেছিলো তার মেয়েকে বাংলাদেশের হয়ে অংশগ্রহন করানোর জন্য, কিন্তু তখনকার প্রশাসন আগ্রহ প্রকাশ করেনি। যাই হোক তবুও আমরা তার এই অর্জনে আনন্দিত তো হতেই পারি।
 
মার্গারিটা মামুনের এই সাফল্যে রিদমিক জিমন্যাস্টিক্সে দীর্ঘদিন আধিপত্য ধরে রাখা রাশিয়া টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশি ইয়ানাকে পিছনে ফেলে সর্বমোট ৭৬.৪৮৩ স্কোর করে সেরা হন রিটা। 
মার্গারিটার জন্ম মস্কোতে। বাবা বাংলাদে​শি, মা রাশিয়ান। বাবা আব্দুল্লাহ আল মামুন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, মা আনা সাবেক রিদমিক জিমন্যাস্ট। আব্দুল্লাহ আল মামুনের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!