আজ রাতে আঙ্গিনায় এসো

আজ রাতে আঙ্গিনায় এসো
রুদ্র ম আল-আমিন

আজ রাতে আঙ্গিনায় এসো হাওয়ায় দোল খেলাবো তোমায় নিয়ে।
মাঘের কনকনে ঠাণ্ডা হাওয়ায়
উষ্ণ রক্ত ঢলিয়া পরিবে হয়তো আজ রাতে তোমার বুকে।
আঙ্গিনার পাশে একটা জারুল গাছ,
তার নিচে ছনেপাতা ঘর ওইখানে বাস করে এক জোড়া পাখি।
আসিও আসিও কিন্তু
না হলে যে কনকনে হাওয়ায় উষ্ণ রক্ত ও শীতল হইয়া ঢলিয়া পরিব আমি।
হয়তোবা ভেড়ার পালে শব্দ করিতে পারে তাহাতে বিচলিত হইয়ো না বিন্দুমাত্র তবে।
বেড়ার ধারে কুসুমের গাছ ঘাপটি মেরে বসে আছে ভয় পেয়োনা কাটার খোচর খাবে বলে।
অমাবস্যার চাঁদ খুব তাড়াতাড়ি ঢুবে যাবে
শিয়ালের ঝাঁক হুক্কাহুয়া বলবে কিন্ত—
আমি কিন্তু তবুও থাকিব পোতা আম গাছটির মগডালে বসে।
আসিও আসিও কিন্তু না হলে যে স্বপ্নগুলো ভোঁতা হয়ে যাবে।
দিঘির পারে বুড়ো গাছটায় একজোড়া দাড়কাক
ওরাও স্বপ্ন বুনে আমাদের মিলন হবেই হবে।
জানোতো কাকেদের স্বপ্ন মিথ্যে নয়, ওরা একবার ঘর ভেঙে গেলে
আর ঘর বাঁধে না কারো সাথে।
ঘোষালের বাড়ির টগর তুলিয়া সাভার করেছি
আজ রাতে তুমি আসিবে বলে।
কুয়াশার চাদরে মোড়া ঘর তার মাঝে ধবধবে বিছানা তার মাঝে ধবধবে একটি ফুল
তুমিই বল তোমার প্রিয় টগর ছাড়া কেমনে হয় আমাদের বাসর।
তুমি কিন্তু আসিও আসিও কিন্তু, না হলে হাওয়ায় দোল খেলাবো কারে সাথে নিয়ে?
মনে রেখো, আমি কিন্তু মগডালে বসে আছি পড়ে গেলে মরে যাব চিরতরে।
আসিও আসিও কিন্তু ঘূঙুর পায়ে শব্দ করে।
কারন, আজ রাতে মগডালে বসে আছি হাওয়ায় দোল খেলিবার তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!