আসছে পহেলা বৈশাখ, কদর বাড়ছে ইলিশ ধরার জেলেদের

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি | কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সামনে আসছে পহেলা বৈশাখ। তাই দেশের ইলিশ অধ্যুষিত নদীতে ইলিশ মাছ ধরা জেলেদের কদর বেড়েছে অনেকটাই।

এই কদর অব্যাহত থাকবে মধ্য এপ্রিল পর্যন্ত। কারণ, টাটকা ইলিশ পেতে হলে এই জেলেদের কাছেই যেতে হবে।

পহেলা বৈশাখের দিনে পান্তার সঙ্গে পাতে ইলিশ তোলার যে চল ছড়িয়ে পড়েছে, সে কারণেই এই তৎপরতা। যদিও পহেলা বৈশাখে ইলিশ পরিহারে প্রধানমন্ত্রীর পরামর্শ রয়েছে। এরপরেও ইলিশের প্রতি আগ্রহ কমছে না ক্রেতা-বিক্রেতা কারোরই।

আর এই সুযোগটি লুফে নিচ্ছেন ব্যবসায়ীরা। দেশের কয়েকটি এলাকায় ইলিশ মাছ ধরা জেলেদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা ধরাও চলবে এই সুযোগে।

জানা গেছে, প্রধানন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ইলিশ পরিহার
করছেন। তবে বৈশাখকে সামনে রেখে বাজারে ইলিশ মাছ খোঁজ করার
ক্রেতার সংখ্যাই বেশি। চাহিদা বাড়ার এই সুযোগ বুঝে দামও বাড়বে
ইলিশের। ব্যবসায়ীরা এই সুযোগটি নিতে এখন থেকেই ইলিশের মজুত
গড়ছেন। পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে আড়তদার পর্যন্ত সবাই এখন এই কাজে ব্যস্ত বলে জানা গেছে।

পহেলা বৈশাখ ঘনিয়ে আসার সপ্তাহখানেক আগে থেকেই এসব মাছ
বাজারে ছাড়া হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!