‌মোঃ আ‌রিফুল ইসলাম এর কবিতা-একু‌শে ফেব্রুয়ারী

একু‌শে ফেব্রুয়ারী
‌মোঃ আ‌রিফুল ইসলাম
‌ফেব্রুয়ারীর একুশ তা‌রিখ
উ‌নিশশত বায়ান্ন,
‌দিন‌টি ছিল পলাশ শিমুল
রক্তজবায় রাঙা‌নো।
‌দিন‌টি ছিল ৮ই ফাল্গুন
বৃহস্প‌তিবার,
‌দিন‌টি ছিল ঢাকার রাজপথ
র‌ক্তে রাঙাবার।
র‌ফিক জব্বার ছালাম বরকত
শ‌ফিউ‌রের র‌ক্তে,
র‌ক্তিম হল বাংলার আকাশ
দুপুর বেলার ওয়‌ক্তে।
বু‌কের তাজা রক্ত দি‌য়ে
‌কিন‌লো তারা ভাষা,
মা‌য়ের ভাষায় কথা বল‌বে
এটাই ছিল আশা।
তা‌দের দা‌নে পে‌য়ে‌ছিলাম
মুক্ত বাংলা ভাষা,
‌যে ভাষা‌তে আজ‌কে মো‌দের
সকল কান্না হাসা।
তা‌দের কা‌ছে পে‌য়ে‌ছিলাম
রক্ত দেয়ার শিক্ষা,
রক্ত দি‌য়ে মুক্ত স্ব‌দেশ
‌নি‌য়ে‌ছিলাম দীক্ষা।
একাত্তো‌রে রক্ত দিলাম
স্বা‌ধীন করলাম দেশ,
স্বা‌ধীনতা আর কিছু নয়
বায়া‌ন্নোরই রেশ।
শহীদ দিবস পে‌য়ে‌ছে আজ
আন্তর্জা‌তিক স্বীকৃ‌তি,
এর চেতনায় বৃ‌দ্ধি পেল
‌বি‌শ্বে ভাষা প্রী‌তি।
শহীদ মিনার প্রভাত ফেরি
আ‌লোর মর্শ‌াল জ্বে‌লে,
স্বরণ ক‌রি বীর শহীদ‌দের
‌ফেব্রুয়ারী এ‌লে।
আজও তোমরা বেঁ‌চে আ‌ছো
সব বাঙালীর মনে,
শ‌ক্তি জোগাও প্রেরণা দাও
জা‌তির সংকট ক্ষ‌ণে।
একুশ মো‌দের অহংকার আজ
দীপ্ত প‌থের দীশা,
একুশ মো‌দের চেতনা‌বোধ
প্রজ্বলীত নিশা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!