সাকিব জামাল এর কবিতা- কেউ অকবি, কেউ কবি

কেউ অকবি, কেউ কবি
-সাকিব জামাল
যে হতে চাও ‘তারা’
সে যেওনা জনতার ভীরে,
আপনমনে জোনাক জ্বালাও-
নিজ স্বার্থের নীড়ে !
যে হতে চাও ‘কবি’
যাও আমজনতায় মিশে,
মানবতার গান গাও তুমি-
বলুক যে, যা বিদ্রুপের শীসে!
যে হতে চাও ‘তারা’
সে স্রোতের অনুকুলে ভাসাও নাও,
আপনমনে পাল তুলে দাও-
বাতাস যেদিকে পাও!
যে হতে চাও ‘কবি’
সে তুমি, উজানে ধাও,
মানবতার কল্যাণে পথ চলো-
সঙ্গী না পেলেও কদম বাড়াও!
যে ‘তারা’ সে অকবি!
সে কবি যে আঁকে জনতার ছবি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!