ক্ষমতার অপব্যবহার করায় মামলা হলো

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

এজাহারের সংক্ষিপ্ত বিবরণ এই যে, মো: জয়নাল আবেদীন (৫৮), তৎকালীন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ঈশ্বরদী পৌর ভূমি অফিস, ঈশ্বরদী, পাবনা বর্তমানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, করমজা ইউনিয়ন ভূমি অফিস, সাঁথিয়া, পাবনা, পিতা-বাহার আলী মন্ডল, গ্রাম-হরিপুর, থানা-চাটমোহর, জেলা- পাবনা একজন সরকারী কর্মচারী হিসেবে জনাব মোঃ কামরুজ্জামান সিরাজের নিকট হতে বৈধ পারিশ্রমিক ব্যতীত অবৈধভাবে অপরাধমূলক অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার পূর্বক সরকারী কাজ সম্পাদন করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঈশ্বরদী পৌর ভূমি অফিসের নামজারী কেস নং-১০/২০০৮-০৯ এর নিষ্পত্তির কথা বলে ১৪,০০০/- টাকা ঘুষ গ্রহণ করে। দ: বি: ১৬১ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করায় ঈশ্বরদী থানা মামলা নং- ৩০ তারিখ- ১৪/০৫/২০১৮ খ্রিঃ রুজু করা হয়। উক্ত মামলাটি রুজু করেন অত্র কার্যালয়ের উপসহকারী পরিচালক, জনাব মোঃ সাইদুর রহমান।

ঘটনার বিবরণ এই যে, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পাবনা কর্তৃক ঈশ্বরদী উপজেলায় গণশুনানি কালে জনাব মোঃ কামরুজ্জামান সিরাজ কর্তৃক মো: জয়নাল আবেদীন এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উত্থাপিত করায় দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার ডঃ মোঃ নাসির উদ্দিন মহোদয় দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধান করা হবে মর্মে ঘোষনা করা হয়। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধান কালে সংগৃহীত রেকর্ডপত্র ও প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় জনাব কামরুজ্জামান সিরাজ, পিতা- আনোয়ার হোসেন বিশ্বাস, সাং-পাতিলাখালী, ঈশ্বরদী, পাবনা ঈশ্বরদী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল নং- ৪৩৮৭, তাং-০৫/১২/০৫ খ্রি: মূলে ১৫.৭৫ শতক জমি ৩০,০০০/- টাকা মূল্যে ক্রয় করেন। জমি ক্রয় করার পর নামজারী করার জন্য মো: জয়নাল আবেদীন, তৎকালীন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পৌর ভূমি অফিস, ঈশ্বরদী বর্তমানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, করমজা ইউনিয়ন ভূমি অফিস, সাঁথিয়া,পাবনার সাথে যোগাযোগ করেন। মো: জয়নাল আবেদীন নামজারী করে দিতে সম্মত হন। মো: জয়নাল আবেদীনের কথামত মো: কামরুজ্জামান সিরাজ দলিলের ফটোকপি এবং আনুষাংগিক কাগজপত্র তাকে (মো: জয়নাল আবেদীন) প্রদান করেন যা পরবর্তীতে নামজারী কেস নং- ১০/২০০৮-০৯ হিসেবে অন্তর্ভূক্ত হয়। উক্ত কাজের বিনিময়ে তিনি কামরুজ্জামান সিরাজের নিকট ১৪,০০০/- টাকা ঘুষ দাবী করেন এবং বলেন যে উক্ত টাকার কম হলে কাজ হবে না। তৎপ্রেক্ষিতে মো: কামরুজ্জামান সিরাজ সাক্ষীদের উপস্থিতিতে গত ১৮/১১/০৭ খ্রি: তারিখ ঈশ্বরদী পৌর ভূমি অফিসে মো: জয়নাল আবেদীনকে ১৪,০০০/- টাকা ঘুষ প্রদান করেন। উক্ত টাকা গ্রহণ করার পর নামজারী করে না দিয়ে দিনের পর দিন তিনি মোঃ কামরুজ্জামান সিরাজকে ঘুরাতে থাকেন এবং নামজারী করে দিব দিচ্ছি বলে কালক্ষেপন করতে থাকেন। অদ্যাবধি নামজারী করে দেননি বা টাকাও ফেরত প্রদান করেননি। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে ঘুষ গ্রহণের বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। মো: জয়নাল আবেদীন বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার পূর্বক সরকারী কর্মচারী হিসেবে জনাব কামরুজ্জামান সিরাজের নিকট হতে বৈধ পারিশ্রমিক ব্যতীত অবৈধভাবে সরকারী কাজ সম্পাদন করার মিথ্যা প্রতিশ্রুতি তথা ঈশ্বরদী ভূমি অফিসেরনামজারী কেস নং-১০/২০০৮-০৯ নিষ্পত্তির কথা বলে ১৪,০০০/- টাকা ঘুষ গ্রহণ করে দ: বি: ১৬১ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় অত্র মামলাটি রুজু করা হয়।প্রেস ব্রিফিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!