খানসামায় ঈদের পাশাপাশি চলছে বিরামহীন লোডশেডিং।

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় সারা বাংলাদেশের ন্যায় ঈদ- উল- ফিতর উৎযাপিত হচ্ছে। ঈদের সেমাই- পায়েস রান্নার পর গৃহিনীরা প্রত্যাশা করছেন টিভিতে ঈদের অনুষ্ঠান সূচী উপভোগ করতে। কিন্তু সে আশা গুড়েবালি। গত রাত থেকে বিদ্যুতের লোড শেডিং এতটাই বেশী যে গৃহকর্তা সহ গৃহিনী রাত এবং ভোরে কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেনি। এদিকে চলছে ভ্যাপসা গরম। আরামপ্রিয় বৃদ্ধ লোক এবং শিশুরা গরমে অতিষ্ঠ প্রায়। এদিকে কয়েকজন মুসল্লি অভিযোগ করেন, পুরো রমজান মাস জুড়ে তারাবি নামাজ সহ অন্যান্য সময়ে প্রায়ই বিদ্যুৎ ছিল না। নামাজ পড়তে শরীর ঘামে ভিজে গেলেও মেলেনি এক পশলা বিদ্যুত। গত রাতে পশ্চিম হাসিমপুরের এমদাদ সহ কয়েক যুবক উদ্যোগী হয়ে ৭৩,০০০ (তেহাত্তর হাজার)টাকায় একটি ষাঢ় ক্রয় করে চাঁদ রাতে মাংস কাটায়। কিন্তু লোড শেডিং-এ ভালোভাবে কাজ সম্পাদন করতে পারেনি বলে অভিযোগ তুলেছেন পুলের পাড়ের ওয়াদুতদ।
এদিকে লোডশেডিং এর কারন জানতে মুঠোফোনে রানীরবন্দর বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!