খানসামায় পররাষ্ট্রমন্ত্রীর বন্যার্তদের ত্রাণ বিতরণ

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামা উপজেলায় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছেন। উল্লেখ্য, উত্তরের ঢল ও অতিবৃষ্টির ফলে গত চার দিন যাবত উত্তরের জেলা দিনাজপুরের বন্যা পরিস্থিতি প্রকট আকার ধারণ করে। নদী অববহিকার গ্রাম সহ নিচু এলাকা গুলো পানির নিচে তলিয়ে যায়। অনেক জায়গায় পরিস্থিতি এ্যামন চরমে উঠেছে যে, ওইসব এলাকায় যোগাযোগ অবস্থার প্রচুর ক্ষতি সাধিত হয়েছে। অনেক পরিবার আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মাননীয় পরাষ্ট্রমন্ত্রী আজ ১৪ আগষ্ট সোমবার দিনব্যাপি উপজেলার চান্দেরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়,আগ্রা প্রাথমিক বিদ্যালয়, কায়েমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নং আলোকঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কৃত বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন। খানসামা উপজেলার ১৪০০টি বন্যার্ত পরিবারে ১৪০০ টি ত্রাণ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এসময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজেবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ ও উপজেলা আওয়ামীলীগ নেত্রীবৃন্দ।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!