গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় মিডিয়ার বিকল্প নেই -জেলা প্রশাসক

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় মিডিয়ার বিকল্প নেই। বর্তমান যুগে অস্ত্র বা বাহুবল নয়, তথ্যই হচ্ছে সবচেয়ে শক্তিশালী। মিডিয়া এখন অনেক শক্তিশালী। কারন, মিডিয়া রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রশাসনের অনেক দোষ-ত্রুটি সম্পর্কে অঙ্গলি প্রদর্শন করতে পারেন। সাংবাদিকরা যদি সঠিক তথ্যের মাধ্যমে সংবাদ প্রকাশ করেন, তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।’ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আমীর খসরু, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবহান তুলা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, নগদাশিমলা ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব ও কৃষি অফিসার শফিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!