নীলফামারীর সোনারায়ে পারিবারিক বিবাদে গৃহবধুকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে পারিবারিক কলহের জেরে গৃহবধুকে হত্যার অভিযোগ করেছেন উক্ত গৃহবধুর পিতামতা।
মৃত গৃহবধুর পিতৃপরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার সোনারায় ইউনিয়নে মৃত শরীফুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম(৩০), দিনাজপুরের খানসামা উপজেলায় ৩নং আঙ্গার পাড়া ইউনিয়ন অন্তর্গত ছাতিয়ানগড় গ্রামের আব্দুল মজিদের কন্যা মহসোনা বেগমকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের তিনটি পুত্র সন্তান। গত দুইদিন যাবত স্বামী সহ শাশুড়ী ও ননদের সাথে পারিবারিক অশান্তির এক পর্যায়ে গৃহবধুর উপর অমানুষিক নির্যাতন চালায়।

আজ ২৬ এপ্রিল বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় মৃত গৃহবধুর ভাই খায়ের -এর সাথে কথা হলে তিনি জানান, গত দুইদিন যাবত আমার বোনকে তার স্বামী, শাশুড়ী এবং ননদ মিলে লাঠি, গরম রড দিয়ে পেটায়। আজ ভোর পাঁচটায় অবস্থার অবনতি দেখলে তড়িঘড়ি করে তার স্বামীর পরিবার মুখে বিষ ঢেলে দেয় এবং নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ বাপারে আজ বেলা ১২.০৭ ঘটিকায় কর্তব্যরত এস আই নাজমুল হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি লাশঘরে থাকার কারনে বেশী কিছু বলতে পারেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!