গোপালপুরে কসাইখানায় গাভী হয়ে যায় ষাড়

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে কসাইদের কারসারিতে গাভী হয়ে যায় ষাড়। পৌরশহরের কসাইখানার কতিপয় অসৎ কসাইদের প্রতি এমন অভিযোগ উঠেছে। তারা স্বল্প মূল্যের গাভী জবাই করে দামি ষাড়ের মাংসের পরিচয়ে বাজারে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করছে। এভাবে গাভী ষাড় হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের তালুকদার জানান গত সোমবার ২৬মার্চ স্বাধীনতা দিবসে কুঁচকাওয়াজ অংশ গ্রহন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সব মুক্তিযোদ্ধাদের দুপুরে খিচুড়ি খাওয়ার আমন্ত্রণ ছিল। এ জন্য কোনাবাড়ী মহল্লার কসাই জয়নাল আবেদীনের কাছে তিন মন ষাড়ের মাংস চাওয়া হয়। দুপুর ১২টার পর ওই কসাই ষাড়ের মাংসের পরিবর্তে গাভীর মাংস সরবরাহ করে। মুক্তিযোদ্ধারা গোপন সূত্রে সংবাদ পেয়ে এর প্রতিবাদ জানিয়ে মাংস ফেরত দেন। পরে কসাই জয়নালের দোকান বন্ধ করে দেন। পরবর্তীতে গোপালপুর থানাধীন ভেঙ্গুলা বাজার থেকে ষাড় কিনে এনে জবাই করা মাংসে খিচুড়ী রান্না করেন। রাত্রে অনাহারী মুক্তিযোদ্ধারা খিচুড়ী খেয়ে বাড়ী ফিরে যান। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সোবহান তুলা জানান এভাবে প্রতিদিন মহিষ বা গাভী জবাই করে ষাড়ের মাংসের পরিচয়ে বিক্রি করে প্রতারনা করে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা ও তদারকি করছে না বলে তিনি অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!