গোপালপুরে ছাত্রলীগ নেতা ইমরান হত্যার ছয় বছরেও খুনিদের বিচার হয়নি

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনের খুনিদের ফাঁসির দাবি নিয়ে ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দিনব্যাপী উপজেলা ছাত্রলীগ নানা কর্মসূচির আয়োজন করেন। এত দিনেও খুনিদের বিচার হয়নি। ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে হত্যাকান্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করে খুনিদের ফাঁসির দাবি জানিয়েছেন তাঁর পরিবার।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ মার্চ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সারা দেশে হরতাল আহ্বান করেন। কর্মসূচি সফল করতে গোপালপুর পৌরশহরের তামাকপট্রি এলাকায় বিএনপি মিছিল বের করেন। সেখানে ছাত্রলীগ কর্মীরা হরতাল বিরোধী মিছিল বের করেন। দু’টি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

ওই ঘটনার দু’দিন পর ইমরানের বাবা একামত আলী ২৪ জনের নাম উল্লেখ করে গোপালপুর থানায় মামলা করেন।এটি তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ২০১৩ সালের ৩১ জুলাই আদালতে ২৩ আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন। অভিযোগ গঠনের পর আসামীরা উচ্চ আদালতে এ অভিযোগের বিরুদ্ধে আপিল করেন। ফলে চার বছর পর মামলাটির বিচারে সাক্ষ্য গ্রহন শুরু হয়। বর্তমানে টাঙ্গাইল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন।

ছবির ক্যাপশন- নিহত ইমরান হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!