টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী এসি বাস খাদে পড়ে আহত ১৩ পুলিশি তৎপরতায় রক্ষা পেলো ৫০ প্রাণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টা। বাসের যাত্রীরা সব ঘুমে বিভোর। নীরব নিস্তব্ধতা বিরাজ করছিলো পুরো এলাকা। রাতে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ছিলো ব্যাপক যানজট। কুষ্টিয়া থেকে ৫০জন যাত্রী নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী এসবিএস পরিবহনের এসি বাসটি দ্রুত গন্তব্যে পৌছার জন্য বেছে নেয় বিকল্প রাস্তা। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোল চত্ত্বর থেকে বা দিকের রাস্তায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি এলাকায় পৌছলে চালক নিযন্ত্রন হারালে বাসটি খাদে পড়ে যায়। বাসের ভেতর থেকে ভেসে আসছিলো বাচাঁও চিৎকারের শব্দ। ওইসময় পুলিশের টহল টীম ওই রাস্তায় টহল দিচ্ছিলো। তারা তাৎক্ষণিক যাত্রীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠে। খবর পেয়ে সাথে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। গাড়ির গ্লাস ভেঙ্গে বের করে আনা হয় যাত্রীদের। এতে আহত হয় কমপক্ষে ১৩ জন। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, যাত্রীসহ এলাকার লোকজন ঘুমে ছিলো। বাসটি দূর্ঘটনায় পতিত হওয়ার সাথে সাথে পুলিশের টহল টীমটি ঘটনাস্থল থেকে গাড়ির গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার করে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়াতে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। বেঁচে যায় অর্ধশত প্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!