টাঙ্গাইলের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যাতিক্রমী আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরন করল ডিএমপি

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সুবিধাবঞ্চিত পথশিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ব্যাতিক্রমী আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার (বিপিএম-বার, পিপিএম) এর উদ্যোগে ২৩ মার্চ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সুবিধা বঞ্চিত শিশুদের ফুল ও চকলেট দিয়ে বরন করে নেয়া হয়। শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও মধ্যাহ্নভোজের পর ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আসা হয় শ্যামলী শিশু মেলায়। শিশুরা বিভিন্ন রাইডে ওঠে খেলাধুলার মাধ্যমে আনন্দময় সময় উপভোগ করে।

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত এ আয়োজনে উপস্থিত ছিলেন পুলিশ সদর দফতরের ডিআইজি হাবিবুর রহমান, ডিআইজি (অপারেশন) আনোয়ার হোসেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়, ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা ঈঘও এর হেড অব নিউজ জুয়েল আহমেদ’সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনীর, গোয়েন্দা বিভাগ ডিবি’র ওসি শ্যামল দত্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি ঈঘও এর স্টাফ রিপোর্টার মোঃ রাশেদ খান মেনন (রাসেল), বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

পুলিশের এই উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার (বিপিএম-বার, পিপিএম) বলেন, ‘ঢাকায় অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে। যারা ঢাকা শহর দেখতে পাচ্ছে, একদিন হলেও শিশুপার্কে যেতে পেরেছে। তাই আমরা টাঙ্গাইল ফ্রেন্ডশিপ স্কুলের ৯৯ জন শিশুকে নিয়ে এসেছি। তাদের সঙ্গে আমরা দুপুরে খাওয়া-দাওয়া করেছি। তারপর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার জাদুঘর তাদের দেখানো হয়।

টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুল ২০১২ সালে শুরু হয়েছিলো মাত্র ২৯ জন শিশু নিয়ে। এখন টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুলের ৪ টি শাখায় প্রায় ৫০০ সুবিধাবঞ্চিত হত দরিদ্র, এতিম শিশু বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!