টাঙ্গাইলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সেইসাথে কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডঃ সাইফুল ইসলাম দিলদার এর জন্মদিন পালন করা হয়। টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা ও পৌর শাখা যৌথভাবে  বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করে। বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ লুৎফর রহমান তালুকদার। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুস সালেহীন, সুব্রত চন্দ জয়দেব, সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈয়দ মাহমুদ সালেহ শাহী, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, খন্দকার খালেদ সাইফুল্লাহ জুয়েল, নাজমুল হোসেন, মুহাঃ নজরুল ইসলাম খান মিলন, মোঃ এরশাদ আলী জয়, পারভেজ হাসান’সহ অন্যান্য মানবাধিকার কর্মীগন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ আবু রায়হান। বাংলাদেশ’সহ বহি:বিশ্বে বাংলাদেশ মাননবাধিকার কমিশনের প্রায় দুই সহস্রাধিক শাখা এবং সুশীল সমাজের প্রায় দুই লক্ষাধিক মানধাাধিকার কর্মী দিবসটি এক যোগে পালন করে। ১৯৮৭ সালের ১০ জানুয়ারী ঢাকায় বাংলাদেশ মাননবাধিকার কমিশন BHRC প্রতিষ্ঠা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!