টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির পূর্বাভাস ভিত্তিক ফাইন্যান্সিং প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে পূর্বাভাস ভিত্তিক ফাইন্যান্সিং প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জার্মান রেড ক্রস ও আমেরিকা রেড ক্রোস সোসাইটির সহযোগিতা শহরের রেজিস্ট্রি পাড়া বুরো এর সভা কক্ষে ২২ জুলাই রবিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসন্ট সোসাইটির উপ-পরিচালক মো. জিয়াউল আহ্সান, জার্মান রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রেড ক্রিসেন্টে কার্যকরী সদস্য সুভাষ চন্দ্র সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন্দ্র মোহন সাহা, রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম. এ রৌফ, কার্যকরী সদস্য সালাউদ্দিন হায়দার প্রমুখ।

অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বিষয়ে আলোচনায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের বিষয়ে তথ্য সংগ্রহের কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। আলেনাচকগণ জানান, আগামী বৃহস্পতিবার টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শত পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!