টাঙ্গাইল সদরে ব্রীজের এপ্রোচ সড়কেরে মাটি ধ্বসে চরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটক

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত একটি ব্রীজের এপ্রোচ সড়কের মাটি ধ্বসে বিশাল খাদের সৃষ্ঠি হয়েছে। এ কারনে টাঙ্গাইল শহরের সাথে বৃহৎ চরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর যাবৎ প্রভাবশালীরা ধলেম্বরীর নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে। এর ফলে এ এলাকায় নদী ভাঙ্গন প্রকট আকার ধারন করেছে। এ কারনে চারাবাড়ি এলাকার এসডিএস প্রজেক্ট সংলগ্ন ব্রীজটি অনেক আগেই ঝুকিপুর্ণ হয়ে উঠেছিল। গত রাতের বৃষ্টির কারেনে ব্রীজের এপ্রোচ সড়কেরে মাটি ধ্বসে গিয়ে বিশাল গর্ত ও খাদের সৃষ্ঠি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রীজের উভয় পাশে আটকা পরেছে যানবাহন। এতে করে দুভোর্গে পরেছেন যাত্রীরা। সদর উপজেলার কাতুলী ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন দ্রুত এপ্রোচের মাটি ভরাট করে যানচলাচলে ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!