টাঙ্গাইল- ৪(কালিহাতী) আসনে মনোনয়নপত্র জমা দিলেন প্রকৌশলী বাদলুর রহমান

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল- ৪(কালিহাতী) নির্বাচনী আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা দিয়েছেন  মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান।

শুক্রবার (১৬ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর হাতে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সঙ্গে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফসহ নির্বাচনী এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, সব সময়ই কালিহাতীবাসীর পাশে ছিলাম, আছি এবং আগামীদিনেও থাকতে চাই। আমাকে মনোনীত করা হলে ইনশাল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসনটি উপহার দিতে পারবো। নিরপেক্ষ নির্বাচন হলে একক সংখ্যাগরিষ্টতা পাবে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি।

এর আগে গত ১২ নভেম্বর থেকে মনোনয়ন বিক্রি শুরু করে বিএনপি। ওই দিনই সকাল ১০টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ফেনী-১ আসনের জন্য দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার হাতে ফরম তুলে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এরপর বগুড়া-৬ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনের ফরম গ্রহণ করেন।

পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!