দিনাজপুরে জেএসসি বৃত্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল ১৮ এপ্রিল মঙ্গলবার সারা বাংলাদেশে একযোগে জেএসসি পরীক্ষা/১৬ – বৃত্তির ফলাফল প্রকাশ হয়।
দিনাজপুর জেলায় জেএসসি বৃত্তির সার্বিক ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার তেরটি উপজেলায় মোট ৯৪২ শিক্ষার্থী জেএসসিতে বৃত্তি পায়। এর মধ্যে মেধায় ৩১১ এবং সাধারণে ৬৩১ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।
দিনাজপুর সদর উপজেলায় ১৪০ জন, পার্বতীপুরে ১২৫ জন, নবাবগঞ্জে ৬৯ জন, বিরামপুরে ৫১জন, বোচাগঞ্জে ৪৮ জন, ঘোড়াঘাটে ৪২ জন, হাকিমপুরে ২৪ জন, কাহারোলে ৫৭ জন, বীরগঞ্জে ৯৪ জন, ফুলবাড়ীতে ৪৯ জন, চিরিরবন্দরে ১০৪ জন, বিরলে ৭৯ জন শিক্ষার্থী বৃত্তি পায়। দিনাজপুর জেলায় মোট মেধাবৃত্তি ৩১১ জনের মধ্যে মেয়ে ১৫৭ জন, ছেলে ১৫৪ জন এবং সাধারণ ৬৩১ জনের  মধ্যে ৩১৭ জন মেয়ে, ৩১৪ জন ছেলে। উপজেলা পরিসংখ্যানেও মেয়েরা ছেলেদের তুলনায় বেশী বৃত্তি পায়। শিক্ষা বোর্ড সূত্রে আরো জানা যায়, এ বৃত্তির মেয়াদ জানুয়ারী’২০১৭ থেকে ডিসেম্বর’২০১৮ পর্যন্ত ২ বছর।  মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৪৫০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৩০০টাকা করে বৃত্তি পাবে। এছাড়াও বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য মেধায় ৫৬০ টাকা এবং সাধারণে ৩৫০ টাকা করে এককালীন বাৎসরিক অনুদান সাহায্য পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!