সেলিনা জাহান প্রিয়ার কবিতা-নির্বাক অপেক্ষা

নির্বাক অপেক্ষা
সেলিনা জাহান প্রিয়া
তুমি ফিরে আসলে স্বচ্ছ মনে আমি ভাবলাম অভিনয়
চারিদিকে মেঘ মেঘ কোথাও একটু রোদ নেই আঙিনায়
বৃষ্টি ঝরে যায় বেলা অবেলায় তুমি দিলে মনের ঘরে শুধু ছলনা !!
স্রাবণের পাতা ঝরে বসন্ত না আসিতেই জীবনের খেয়া ঘাটে
ধুয়োর মতন উড়ে উড়ে পাইনা কোন ঠিকানা মরু বালু চরে
আপন ভুলায় মন আমি আলেয়া হয়ে শুধু খুঁজি মনের আপন জন।
কুয়াশারা ফেরে শীত যায় চলে মনের কুয়াশায় আজোও শিশির জমে
এক পা আমার সোনার নুপুর অন্য পা কে বাঁধিল লোহার শিকল
চলে যাওয়ার ঠিকানা ছিল না আমার জানা কোন আজানায় তুমি
মানে প্রস্থান করিতে পারি নাই তোমার মত করে আপন ভোলা হয়ে
তোমার শেষ কথাটা কানে বাজছিল সারেঙ বউয়ের গানের মতন করে
কষ্ট হয়নি বলব না আমি তোমার মত হাসি মুখে অভিনয় করে
আকাশ কাদতে পারে শ্রাবণ ছারাও তবে কেন আমি পারি না কাঁদতে
তুমি ফিরে আসলে একটা সচ্ছ জলের নীল পদ্ম নিয়ে মন ভুলাতে
যে পথের কোন শেষ জানি না, সে পথে কেন অবুঝ কে হাঁটালে
তোমার সাথে হাত ধরে হাঁটা সে পথের ধুলায় আমার গন্ধ মাখা আছে ,
আমি জানি তুমি সেই পথ দিয়েই আমার গন্ধ নিয়ে মন ভুলাতে আসবে !
তুমি আমার হাত চিবুক কপাল আর চুল ছুয়ে ছুয়ে কাদবে…জানি
আমি পাথর তো নই যে তোমার চোখের জল দেখেই আমি জল ঝরাবো না
আমি সব বুঝি তুমি ফিরে এসেছ কেন তাও জানি কিন্তু মায়া ভরা মনে
আমিও আবারো ভুলে যাই তোমার মিষ্টি মুখের সেই সচ্ছ হাসি দেখে
আমার নির্বাক চোখ তোমার বুক থেকে গোপনে পড়ে নেই গোপন কাব্য
আমার চোখ বুঝে তুমি সচ্ছ অভিনেতা কিন্ত পাষাণ মন মায়া করে প্রেম
আমিও কিছু স্মৃতিতে লিখে রাখি তোমার দেয়া দগ্ধতে কতটা পুড়ে শরীর
জীবনে তবুও চলতে হয় কিছু মান অভিমান ভুলে অভিনয়ের পাঠশালায়
কারণ বাঁচার লোভ কে তার মনের মানুষকে হারাতে বা ছাড়তে চায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!