নিয়ামতপুরে বিভিন্ন দোকানে অভিযান ১০ হাজার টাকা জরিমানা।

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুরে হোটেল, কনফেকশনারী, মিষ্টান্ন ভান্ডারসহ
বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পানীয়, তেল, নোংরা পরিবেশে খাবার তৈরি ও রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালত দুটি হোটেল ও একটি মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জয়া মারীয়া পেরেরার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা সদরের রেজাউল হোটেল এন্ড রেষ্টুরেন্টে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টে ৫ হাজার টাকা এবং মহন্ত মিষ্টান্ন ভান্ডারে ২ হাজার টাকা মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে মেয়াদ উত্তীর্ন পানীয় ও ভোজ্য তেল জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত চলবে। খাবারের দোকানসহ
যে কোন ভোগ্য পন্য পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। যাতে
ভোক্তাদের অসুখ বিসুখ না হয়। এইটা আমার প্রথম অভিযান তাই সামান্য জরিমানা করে সবাইকে একটাই ম্যাসেজ দিতে চাই যে, আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কোন মেয়াদ উত্তীর্ণ পন্য যেন বিক্রয় করা না হয়। হোটেল রেষ্টুরেন্টগুলোর পরিবেশ যেন পরিস্কার পরিচ্ছন্ন থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!