নীলফামারীতে হালকা যন্ত্র প্রকৌশল রপ্তানীর সম্ভাবনা শীর্ষক সেমিনার

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৈয়দপুরে জাতীয় রপ্তানি প্রশিক্ষণ কর্মসূচি ২০১৬ – ২০১৭ এর আওতায় হালকা যন্ত্র প্রকৌশল রপ্তানীর সম্ভাবনা  (এক্সপোট পোর্টেনশিয়াল অব লাইট ইঞ্জিনিয়ারিং প্রডাক্টস্) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ মে) রপ্তানী উন্নয়ন ব্যুরো রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সৈয়দপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুই পর্বে ওই সেমিনারের আয়োজন করা হয়।
দি সৈয়দপুর বণিক সমিতি’র সহযোগিতায় আয়োজিত সেমিনারের প্রথম পর্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু।
 দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 এতে স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরো রাজশাহী’র গবেষণা কর্মকর্তা কাজী মো. সাইদুর রহমান।
 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুরের এম আর ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রপ্তানীকারক মো. মতিয়ার রহমান দুলু। গোটা উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেনরপ্তানি উন্নয়ন ব্যুরো রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের হিসাবরক্ষক মো. জিল্লুর রহমান।
সেমিনারের দ্বিতীয় পর্বে প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন ফোরাম অব এ্যাগ্রো মেশিনারী ম্যানুফ্যাকচারিং এন্ড প্রসেসিং জোন বগুড়ার সভাপতি গোলাম আজম টিকলু ।
পরে মুক্ত আলোচনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও সৈয়দপুরের নঈম ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্ত্বাধিকারী মো. নঈম আনসারীসহ অন্যান্য শিল্প মালিকরা অংশ নেন।

দিনব্যাপী সেমিানারে  সৈয়দপুরের ৪৫ জন হালকা শিল্প মালিক অংশ নেন।


 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!