পঞ্চগড়ে ৬২৮ অ্যাম্পুল নেশার ইনজেকশনসহ আটক ১

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় পৌরসভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে ৬২৮ পিস অবৈধ নেশার ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী বিপ্লবকে আটক করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪ টায় পঞ্চগড় পৌরসভার পৌর খালপাড়ার মাদক ব্যবসায়ী নাজমা বেগম ওরফে নাজিমার বাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আব্দুল মান্নানের নের্তৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক ব্যবসায়ী নাজমা বেগমের (৪৫) প্রধান সহযোগী তার ছেলে মো: বিপ্লবকে (২৫) নিজ বাড়ি থেকে ভারতীয় নেশার ইনজেকশন বুপ্রেনরফাইন – ১৯৮ অ্যাম্পুল এবং ডায়াজিপাম ইনজেকশন – ২২০ অ্যাম্পুল ও ফেনারেক্স ইনজেকশন – ২১০ অ্যাম্পুল মোট ৬২৮ অ্যাম্পুল নেশার ইনজেকশন সহ আটক ও গ্রেপ্তার করা হয়।

অভিযানে পঞ্চগড় পুলিশ লাইনের ৪ জন পুলিশ ফোর্স সহায়তা করেছে।

গ্রেপ্তারকৃত আসামী বিপ্লব ও পলাতক আসামী নাজমা বেগমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬ এর সারনি ১ এর ৮(গ) ও ৩৩(ক) আইনে মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!