পাবনা সদর ও পৌর এলাকার ৫৪টি মন্ডপে দুর্গা উৎসব পালনে পুজা উদযাপন পরিষদের আলোচনা সভা সম্পন্ন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর ও পৌর এলাকার ৫৪টি মন্ডপে এবার আসন্ন শারদীয় দুর্গা পুজা উৎসব এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে পৌর এলাকার ডাঃ বিহারী লাল সাহা গোবিন্দবাড়ী মন্দির প্রাঙ্গনে পাবনা সদর উপজেলা ও পৌর পুজা উদযাপন পরিষদের উদ্যেগে বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক এবং প্রতিনিধির সমন্বয়ে আয়োজিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাবনা সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যদেন যথাক্রমে,জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজয় কুমার দাস,সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ, যুগ্ন সম্পাদক সৌমেন সাহা ভানু, পাবনা সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কোমল চন্দ্র দাস, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি বলয় কুমার সাহা ও সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু বক্তব্য দেন। আলোচনায় বক্তারা, আসন্ন দুগা পুজা উৎসবকে সুষ্ঠ ও সুন্দর ভাবে পালনের ক্ষেত্রে যে কোন ধরণের সাহার্য্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে রাত ৮টার মধ্যে শহরতলী এলাকার মন্দির গুলোকে এবং গ্রাম পর্যায়ের সন্ধ্যার আগে দেবী বিসর্জনের আহবান জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!