প্রধামন্ত্রীর গভীর দেশপ্রেমের কারনে দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে – পররাষ্ট্রমন্ত্রী

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রধামন্ত্রীর অন্তরে জেগে থাকা গভীর দেশপ্রেম প্রধানমন্ত্রীর হাতকে যাদুর হাত বানিয়ে দিয়েছে। এই যাদু হাত আছে বলেই দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে। তবে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটা অপশক্তি পায়তারা করছে। কিন্তু উন্নয়ন আটকাতে পারছে না। তারা তো স্বাধীনতার ইতিহাসকেও বিকৃত করেছিল। তাদের বর্ণনা মতে স্বাধীনতার আগে এবং পরে কিছু নাই। এমনি এমনি স্বাধীনতা এসেছে। গতকাল দিনাজপুরের খানসামা উপজেলার দুহশুহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এসব কথা বলেন।

তিনি বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, গ্রাম বিদ্যুতায়ন উদ্ভোধন, খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন ভোট কেন্দ্র কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়টিকে ব্যয় করেছিলেন। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। সোনার বাংলা গড়তে মহা পরিকল্পনা করেছিলেন। আর আজ সেই পরিকল্পনা বাস্তবায়ন করছেন তাঁর কন্যা, আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র জেনারেল ম্যানেজার হরেন্দ্রনাথ বর্মন, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান এড. আ স ম আতাউর রহমান বাচ্চু, ভেড়ভেড়ী ইউপি’র হাফিজুল ইসলাম এবং খামারপাড়া ইউপি চেয়ারম্যান মো. সাজেদুল হক সাজু প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. আব্দুল জব্বার, সহ সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ, ভাবকী ইউপি’র শফিকুল ইসলাম এবং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক শাহ্সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!