ফ্লোরিডার স্কুলে বন্দুক হামলা, নিহত ১৭

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাইস্কুলে বন্দুক হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। হামলাকারী ওই স্কুলেরই সাবেক ছাত্র। হামলাটিকে আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার একটি হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখনো ১৪ জন ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় আছে। তাদের অস্ত্রোপচার করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম নিকোলাস ক্রুজ, তার বয়স ১৯। তাকে হাইস্কুলটি থেকে বহিষ্কার করা হয়েছিল। ঘটনার পরই তাকে হাজতে নেয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছে, মেজরিটি স্টোনমেন ডগলাস হাইস্কুলে বন্দুক হামলার ওই ঘটনাটি দুপুর ২টা ৪০ মিনিটে ঘটেছে। হামলাকারী স্কুলে ঢুকে একটি এআর-১৫ অর্ধস্বয়ংক্রিয় রাইফেল নিয়ে গুলিবর্ষণ করতে থাকে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার সময় আক্রান্তরা ‘ও ঈশ্বর’ বলে চিৎকার করছে।

এক শিক্ষার্থীর ভাষায়, ‘আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। আমি পরিবারের লোকজন ও বন্ধুদের কাছে টেক্সট করছিলাম।’

২০১৩ সাল থেকে এ পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রে প্রায় ৩০০ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে অন্তত ১০টি আধুনিক যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে আখ্যায়িত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!