হেফাজতের হরতালে বাস চালানোর ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

হেফাজতে ইসলামের ডাকা আগামীকাল রোববারের হরতালে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বাস–মিনিবাসের চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। যাত্রী পাওয়া সাপেক্ষে দূরপাল্লার পথেও বাস চালানোর কথা জানিয়েছেন সংগঠনের নেতারা। আজ সকালে বাংলামোটরে সংগঠনের কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির অধীনে রাজধানীর বিভিন্ন পথে, ঢাকা জেলার বিভিন্ন উপজেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে বাস চলাচল করে। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অধীনে দূরপাল্লার পথে বাস চলাচল করে।

রোববারের হরতালকে কেন্দ্র করে আজ সকালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্ব সমিতির নেতারা বৈঠকে বসেন। সেখানে উপস্থিত একাধিক নেতা জানান, করোনা পরিস্থিতির কারণে দুই মাস বাস বন্ধ ছিল। এরপর চালু হলেও যাত্রী এখনো আগের অবস্থানে যায়নি। এ অবস্থায় হরতালে বাস–মিনিবাস বন্ধ থাকলে পরিবহন মালিক–শ্রমিকেরা পুনরায় ক্ষতিগ্রস্ত হবেন। হরতালে বাস–মিনিবাস চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন মালিকেরা।

পরিবহন সূত্রগুলো বলছে, রাজধানী ও এর আশপাশে এবং দূরপাল্লার পথের বাসের মালিক–শ্রমিকদের সংগঠনগুলোর নেতৃত্বে সরকার–সমর্থকেরা। সরকারবিরোধী কেউ হরতাল ডাকলে বরাবরই তারা বাস চালু রাখার ঘোষণা দেন। এমনকি ২০১৩ ও ২০১৫ সালে জ্বালাও–পোড়াওয়ের সময়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা বাস চালু রাখতে তৎপর ছিলেন।

খন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘হরতাল কিংবা অন্য কর্মসূচি যদি কারও অধিকার হয়, তাহলে বাস চালানোও আমাদের অধিকার। আমরা আগামীকাল সারা দেশে বাস চালাব। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চাইছি। তাদের দায়িত্ব জ্বালাও–পোড়াও ঠেকানো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!