অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

শনিবার রাতে ভারতের অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার কুনেরু স্টেশনের কাছে জগদলপুর-ভূবনেশ্বর এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এই দূর্ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল সূত্রে খবর, ওই এক্সপ্রেস ট্রেনটি জগদলপুর থেকে ভূবনেশ্বর যাচ্ছিল। পথে কুনেরুর কাছে রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, চারটি রিলিফ ভ্যান ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। কী ভাবে এই দূর্ঘটনা ঘটল তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। প্রায় ১০০ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনের মধ্যে অনেকের আটকে থাকার আশঙ্কা। তাঁদের বের করার চেষ্টা চলছে। রেলের শীর্ষকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।