মরহুম আবুল কাশেম স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রায় ৩০ হাজার দর্শক পাবনার খলিলপুরে ফুটবল মাঠে হয়ে গেল যেন জাপান বনাম ক্রোরেশিয়া গোল্ড কাপ ফাইনাল

সৈয়দ আকতারুজ্জামান রুমী,পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিশ্বকাপ ফুটবল আসরের পর্দা সড়ে গেলেও ফুটবল মেপ্রী দর্শকদের মাঝে বিন্দু মাত্র ক্লান্তি ভর করেনি। বরং ফুরফুরে মেজাজে উপভোগ করলেন প্রায় ৩০ হাজার দর্শক লাল আর নীল জার্সি গায়ে জাপান বনাম ক্রোরেশিয়াদের মত ক্রীড়া নৈপুণ্যতায় রিতিমতো দর্শক মাতালো বাংলার দামাল ফুটবল খেলোয়ারেরা। প্রাণবন্ত এ খেলাটির মধ্যে দিয়েই সমাপ্ত হলো পাবনার সুজানগরে মাস ব্যাপি জমজমাট ফুটবল আসর গতকাল শুক্রবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা খলিলপুর মুকুল স্পোর্টিং ক্লাব আয়োজিত ৮টি দলের অংশ গ্রহণে খলিলপুর ফুটবল মাঠে মরহুম আবুল কাশেম স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফাইনাল খেলার উদ্বোধন করেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক কামরুজ্জামান উজ্জল।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফাইনালে কামালপুর দোয়েল সংঘ ফুটবল একাদশ বনাম দুবলিয়া স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলাার প্রথমার্ধে ২০ মিনিটের মাথায় কামালপুর দোয়েল সংঘ ফুটবল একাদশ এর ৬ নম্বর জার্সির খেলোয়ার মানিক প্রতিপক্ষ দুবলিয়া স্পোর্টিং ক্লাবের গোলকিপার রাসেলের জালে বল ছুড়ে প্রথম গোলটি করেন। পরবর্তী গোলটি ৩ নম্বর জার্সির খেলোয়ার মুন্না দ্বিয়ার্ধের ৮১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন। খেলায় ২ – ০ গোলোর ব্যবধানে ফাইনাল চ্যাপিয়ন হয় কামালপুর দোয়েল সংঘ ফুটবল একাদশ ।
এ টুনামের্ন্ট খেলা পরিচালনা কমিটির আমন্ত্রণে রেফরি’র দায়িত্ব পালন করেন ডিএফএর রেফারি শ্রী মনেশ,জাহাঙ্গীর ও তুষার এবং ধারাভাষ্যকার ছিলেন আলমগীর হোসেন পিন্টু। উল্লেখ্য,গত ১৯ জুন এই ফুটবল টুনামের্ন্টটি শুরু হয় । সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির ম্যানেজারের দায়িত্ব পালন করেন শাহ নেওয়াজ খান টিপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!