শাহিন মামুন এর কবিতা-“মা”

“মা”
শাহিন মামুন

আমি মানুষ!

বয়স হয়েছে আমার ত্রিশ

তবুও আমি মায়ের কাছে সেই ছোট্ট মামুনটি।

যখন হবে বয়স আমার ষাট

মায়ের কাছে তখনও থাকবো আমি ছোট্ট মামুনটাই।

আমি মানুষ সে তো কভু জান্নাত দেখিনি।

তবে দেখিছি পৃথিবীর বুকে নয়ন জুড়ে আমার মায়ের মুখ

সেই মুখের মাঝেই পেয়েছি খুঁজে জান্নাতের সকল মুখ।

মা আমার মক্কা, মা আমার মদিনা

সেই মায়ের পায়ের নিচেই রেখেছেন আল্লাহ-খোদা

আমি মানুষের জান্নাত পাওয়ার চাবি।

নামায-রোযা আর হজ্জ-যাকাতে

মিলবে কি খোদার তৈরি জান্নাত যদিও হই সৎ

কিন্তু মায়ের সেবায় পাবো জান্নাত

বলেছেন আল্লাহ-রাসূল (সঃ) তার কোরআন-সুন্নাহ’য়।

আমি মানুষ যে তো শিখেছি শুধু এই পৃথিবীর বুকে

সময় বদলে যায়, বদলে যায় কাছের সব মানুষ

বদলায় না শুধু পৃথিবীর বুকে

গর্ভধারিণী মায়ের স্নেহ-মমতার যত সুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!