সেলিনা জাহান প্রিয়ার কবিতা: রাতের গভীরতা স্বপ্ন…

 

রাতের গভীরতা স্বপ্ন…

——————সেলিনা জাহান প্রিয়া

 

রাতের গভীরতায় জেগে আকাশ দেখি নয়নে নয়ন
আমি ভাবতে জেয়ে অশ্রু চোখে চাঁদ দেখি তবু স্বপ্ন
অশ্রুই এখন আমার চাঁদনী রাতের সঙ্গি ছায়া স্বপ্ন
চিরকালই আমি অশ্রুর বন্ধী তোমায় ভেবে ।

রাতে চাঁদটা দারুণ নীরবে জোছনা ছড়ায়
যে জোছনা দিয়ে পৃথিবীতে সাজে স্বপ্ন ছায়ায়
তুমি হলে চাঁদ আর তোমার সেই স্বপ্ন ছায়া
আমি ভাবনার পৃথিবী, ভাবি নিজেই নিজেকে ।

আমাকে যে আলোয় আলোকিত করেছ এ জিবনে
তুমি চাঁদ জোছনায় সে আলোয় আমি সে আলেয়া
নিশ্চুপ অন্ধকার মনে করিয়ে দেয় আলেয়ার আলো
তুমি ছাড়া আমি একা আধারে সুধুই আলেয়া হই ।।

তোমার আমার মধ্যকার যোজন যোজন পথের বাঁক
আশ্চর্য নিরবতা শুধু জেগে থাকি দেখি সে পথ
তোমার ভালোবাসায় খুঁজে পথ যায় সীমানার পথে
আমি আমিকে একা একা পথের সিমানায় সুধু আলো

তোমার কারণেই ভালোবাসতে বাসতে আমি পথে
শিখেছি শুধুই তোমার অশ্রু কে আমার অশ্রুর সাথে
খোলা আকাশের বসে এক সাথে নিঃশব্দে কাদতে
আমার অশ্রুতে মনের তরী ভাষায় অজা্না পথে ।

আঁখি খোলা রেখে হাজারো স্বপ্ন দেখি রাতের গভীরতায়
তোমাকে ঘিরে বার বার আমার মনের ক্যানভাসে স্বপ্ন
পূর্ণিমার নিশি চাঁদ বারেবারে শুধু তোমার স্বপ্ন আকে
তোমারই কথা মনে পড়ে রাতের গভীরতায় জেগে ।।

এতো কিছুর পরও জেগে থেকেই সীমানার সীমা করি পার
তোমার নিয়ে স্বপ্ন দেখি শত জাহার বার এ হৃদয়ে কুটীরে
ক্লান্ত চোখের ঘুমের আহ্বান তুমি আমি আজ মেঘে ভাসমান
আমার মেঘলা দিনে বৃষ্টির কলতান যে তুমি আসার শব্দ ।

তুমি আমার বিকেল বেলার সে মুগ্ধ নয়নের কাজল
বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ তোমার সাথেই মিশে একাকার
তোমায় ভালোবেসে দিনের আলোতে রাতের স্বপ্ন বুনন করি
পুরোটা সময়ই তোমাকে ভাবে আল্পনায় সংসার করি ।

ভালোবাসার শেষ কোথায় জানি না, জানতে চাই আমি
তোমায় ভুলে থাকতে পারিনা, ভুলতে তো চাই না আমি
যেদিকে তাকাই ভাবনার সাগরে আখি জলে পবন হাসে
ডুবে যাই রাতের গভীরতায় যে স্বপ্ন আমিয় আশা দেখায় ।

তবে ভাবনার মহাসাগরে ডুব দিয়ে ঝিনুক থেকে মুক্তা পাই
কোনো কূল পাই না এ মুক্তার মালা তোমার হাতে দিব বলে
আমি ভালো করেই জানি এ আমার কল্পনার মহা ভাবনা
পাগলামি ছাড়া আর কিছুই না রাতের গভীরতায় জেগে ।

খোলা আকাশের নিচে এসে আমি রাতের গভীরতায় জেগে
তোমায় ভাবি নিরন্তর আমার সকল ভাবনা রাত জাগে
দুটি আঁখি খোলা রেখে আমি একটি একটি করে স্বপ্ন বুনে যাই
হাজারো স্বপ্ন দেখে যাই বার বার রাতের গভীরতায় জেগে ।।

 

 

2 thoughts on “সেলিনা জাহান প্রিয়ার কবিতা: রাতের গভীরতা স্বপ্ন…

Leave a Reply to Mohammad Rezaul hossain sarkar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!